Amar Gorur Garite 2.0 | আমার গরুর গাড়ীতে | HD | Hasan & Dristy | Anupam Music | New Music Video 2020 Lyrics
Film/Album : | |
Language : | NA |
Lyrics by : | Hasan S. Iqbal |
Singer : | Hasan S. Iqbal & Dristy Anam |
Composer : | Hasan S. Iqbal |
Publish Date : | 2022-11-22 00:00:00 |
কেন বলোনা তুমি আমায় বোঝনা
আমি তোমাকে ছাড়া কিছু ভালবাসিনা
কেন বলোনা তুমি আমায় বোঝনা
আমি তোমাকে ছাড়া কিছু ভালবাসিনা
তোমায় ঘরবাড়ি আমার লিখে দিবো বুঝিয়ে
তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে ।
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধুত সানাই বাজিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না
কারোর ঘরের ঘরণী আমি হব না
করব না তো কোনদিন ও বিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
কেন বোঝনা তুমি আমার ইশারা ?
আমি দেবোনা এই মন কাউকে তুমি ছাড়া
কেন বোঝনা তুমি আমার ইশারা ?
আমি দেবোনা এই মন কাউকে তুমি ছাড়া
তোমায় ঘরবাড়ি আমার লিখে দিবো বুঝিয়ে
তোমায় নিয়ে যাবো হায় পৃথিবীকে জানিয়ে ।
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধুত সানাই বাজিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।
তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাব না
কারোর ঘরের ঘরণী আমি হব না
করব না তো কোনদিন ও বিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ।