DreamPirates > Lyrics > Kobitar Gaan - Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai Lyrics

Kobitar Gaan - Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai Lyrics

Author: DreamPirates | Last Updated : 2023-12-29 15:14:35

Kobitar Gaan - Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai Lyrics

Film/Album :
Language : NA
Lyrics by : NA
Singer : Hasan Joy
Composer :
Publish Date : 2023-12-29 15:14:35

Kobitar Gaan -  Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai Lyrics


Song Lyrics :

লা ললালা ..
লা ললালা ..

যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায় ?
আর প্রেমই বা কোথায় ?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়?
আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়।

লা ললালা ..
লা ললালা ..

যদি প্রতিদিন সেই রঙিন
হাসি ব্যথা দেয়,
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে
শুধু কথা দেয়,
যদি প্রতিদিন সেই রঙিন
হাসি ব্যথা দেয়,
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে
শুধু কথা দেয়,
তবে শুনে দেখো প্রেমিকের
গানও অসহায়।

লা ললালা ..
লা ললালা ..

যদি অভিযোগ কেড়ে নেয়
সব অধিকার,
তবে অভিনয় হয় সবগুলো অভিসার।
যদি ঝিলমিল নীল আলো কে
ঢেকে দেয় আঁধার,
তবে কি থাকে তোমার?
বলো কি থাকে আমার?

যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়,
ক্যানো সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়,
ক্যানো সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
শেষে কবিতারা দায়সারা
গান হয়ে যায়।

লা ললালা ..
লা ললালা ..

যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায়?
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়?
আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়।

লা ললালা ..
লা ললালা ..

Tag : lyrics

Watch Youtube Video

Kobitar Gaan -  Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai Lyrics

Relative Posts